শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সম্পদের হিসাব না দেওয়ায় পাকিস্তানে ২১২ এমপির সদস্যপদ সাময়িক স্থগিত

news-image

পাকিস্তানের জাতীয় পরিষদ ও প্রাদেশিক আইন পরিষদের দুই শতাধিক সদস্যের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ ও দায়-দেনার হিসাব বিবরণী দাখিল না করায় নির্বাচন কমিশন শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এক নোটিশে তাঁদের এই সদস্যপদ স্থগিত করে দেয়। খবর ডনের।
গত বুধবার পাকিস্তান নির্বাচন কমিশনের ওই নোটিশে বলা হয়, সদস্যপদ যত দিন স্থগিত থাকে, তত দিন পার্লামেন্ট ও প্রাদেশিক আইন পরিষদের সদস্যরা সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন না।
প্map_of_pakistanরকাশিত খবর অনুযায়ী, নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সম্পদ ও দায়-দেনার বিস্তারিত বিবরণী দাখিল করতে ব্যর্থ হয়েছেন ২১২ জন আইনপ্রণেতা। এসব ব্যর্থ আইনপ্রণেতার মধ্যে ৪০ জন জাতীয় পরিষদের, দুজন সিনেটের, ৯৮ জন পাঞ্জাব প্রাদেশিক পরিষদের, ২৯ জন সিন্ধু প্রাদেশিক পরিষদের, ৩৪ জন খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক পরিষদের ও নয়জন বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য।
সদস্যপদ সাময়িকভাবে খোয়ানো প্রভাবশালী আইনপ্রণেতাদের কয়েকজন হলেন ওয়াইজ মুজাফ্ফর তাপ্পি, চৌধুরী জাফর ইকবাল, দানিয়াল আজিজ, মোহসিন শাহনাওয়াজ, জুলফিকার ভাটি, ফয়সাল জামাল গোলাম রব্বানি খার, ওয়াইজ লেঘারি, পীর সদরুদ্দিন শাহ, আরিফ আলভি, সুগফতা জামালি, সিনেটর আবদুল কাইয়ুম সুমরো, সিনেটর মোহাম্মদ ইউসুফ, সিরাজুল হক, রাজা পারভেজ আশফাক, নাগমা মুশতাক ও তারিক মসিহ।
১৯৭৬ সালের গণপ্রতিনিধিত্ব আইনের ৪২-এ ধারা ও সিনেট অ্যাক্ট (ইলেকশন) ১৯৭৫-এর ২৫-এ ধারার ক্ষমতাবলে জাতীয় ও প্রাদেশিক পরিষদের সব সদস্যের প্রতিবছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের কাছে নিজেদের এবং পরিবারের অন্য সদস্যদের সম্পদ ও দায়-দেনার হিসাব বিবরণী দাখিল করার কথা রয়েছে।
৩০ সেপ্টেম্বর নির্ধারিত দিনের মধ্যে যাঁরা ওই হিসাব দাখিল করবেন না, আইনে নির্বাচন কমিশনকে ১৫ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যপদ স্থগিত করা-সংবলিত নোটিশ জারির ক্ষমতা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এ ব্যাপারে আইনি প্রক্রিয়া সম্পন্ন না করা পর্যন্ত সদস্যপদ স্থগিত রাখার নির্দেশনাও রয়েছে আইনে।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা