উড়ো ডাকে এলো সাপের বাচ্চা
আন্তর্জাতিক ডেস্ক :ডাকে আসা একটি বাক্স খুলে অবাক হয়ে যান যুক্তরাষ্ট্রের গ্র্যানিট শহরের এক মহিলা। তিনি বাক্সটিতে একটি পাইথন সাপের বাচ্চা দেখতে পান।
আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা ফিড এক্সের মাধ্যমে তার কাছে এ বাক্সটি এসেছে বলে জানায় হাফিংটন পোস্ট।
কিন্তু মহিলা অভিযোগ করেন, তিনি কোথাও সাপের জন্য অর্ডার করেন নি। তার এ অভিযোগের প্রেক্ষিতে কুরিয়ার সংস্থাটিও তদন্ত করছে বলে জানা গেছে।
মহিলার কাছে যে সাপটি এসেছে, সেটিতে কোনো বিষ ছিলো না। এটি ঘরে পোষার জন্য আদর্শ সাপ।