টিল্টির যত চিন্তা!
বিনোদন প্রতিবেদক :হাঁপাতে হাঁপাতে টিল্টি আম্মুর কাছে আসে। ওর হাঁপানো দেখে উদ্বিগ্ন মা বলেন, ‘বোস্। কি হয়েছে?’
টিল্টি: টুশি আজকেও এ্যাকুরিয়ামে নেমেছিল গোল্ডাকে খেতে।
আম্মু: বলিস্ কি? টুশি না গত সপ্তাহে গোল্ডিকে খেয়ে ফেলেছে?
টিল্টি (চোখ মুছতে মুছতে): ওটা আমার-ই দোষ ছিল। পানি কিছুটা ঘোলা ছিল। চেঞ্জ করতে ভুলে গিয়েছিলাম। গোল্ডা ব্যাচারা একা হয়ে গিয়েছে।
আম্মু: তো যা, টুশি তো গোল্ডাকেও খেয়ে ফেলবে।
টিল্টি: না খাবে না। উল্টো গোল্ডা-ই গার্লফ্রেন্ড হত্যার প্রতিশোধ নিতে আজ টুশির লেজ কামড়ে ধরেছে। টুশি পালাতে চাচ্ছে, পারছে না।
আম্মু: ঠিক হয়েছে। ওকে হেল্প করবি না। ওকে বুঝতে দে- ঘোলা পানিতে মাছ শিকার করা যত সহজ, পরিষ্কার পানিতে তত সহজ না।
টিল্টি: একজ্যাকটলি। আরো বুঝুক-ছোট বলিয়া কাহাকেও অবহেলা করিতে নাই!