নায়ক দেবের জন্য স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা
বিনোদন প্রতিবেদক :রাজধানীর কদমতলীর জুরাইনে সুমি দাস (১৪) নামে এক স্কুলছাত্রী কলকাতার নায়ক দেবের জন্য আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয় প্রাইমারি স্কুলের দোতলার ছাদ থেকে মঙ্গলবার দুপুরে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে সে।
শশীমোহন দাসের মেয়ে সুমি দাস জুরাইনে অবস্থিত আল-ফারাহ স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে বর্তমানে জুরাইন ঋষিপাড়া ৬৪৪নং বাসায় থাকে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে বলেন, কলকাতার নায়ক দেবের জন্য সে আত্মহত্যার চেষ্টা করে। কারণ সে ওই নায়ককে মনেপ্রাণে ভালোবাসে। কলকাতার ছবি দেখতে দেখতে তার প্রেমে পড়ে যায় ওই ছাত্রী। শুধু সামনা-সামনি না দেখার কারণে দুপুরে রাগে ও অভিমানে সে আত্মহত্যার চেষ্টা করে। আহতাবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।