জেল ভাঙতে সুড়ঙ্গ!
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বন্দরনগরী করাচির কেন্দ্রীয় সংশোধনাগার ভাঙার চেষ্টা নস্যাত করে দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স।
সোমবার সিন্ধু প্রদেশের রেঞ্জার্স অধিকর্তা কর্নেল তাহির এই দাবি করেছেন। কর্নেল তাহির জানান, করাচির কেন্দ্রীয় সংশোধনাগারের কাছে একটি বাড়ির নিচে ভূগর্ভস্থ টানেল তৈরি করা হয়েছিল। জেল ভেঙে আসামি বের করার প্রচেষ্টা চালানো হচ্ছিল বলে জানা গেছে।
এর আগে, কেন্দ্রীয় কারাগারের কাছে অভিযান চালিয়ে বেশ কয়েকজন স্থানীয় লোকজনকে আটক করেন পাকিস্তান সেনা বাহিনী। তাদের জিজ্ঞাসাবাদ করেই রেঞ্জার্স সদস্যরা টানেলের কথা জানতে পারেন। আটক ব্যক্তিরা জানিয়েছেন, কারাগারে ঢোকার জন্যই টানেলটি খনন করা হচ্ছিল। কর্নেল তাহির জানান, ৪৫ মিটার পর্যন্ত খোঁড়া হয়েছিল, তবে জেলে ঢুকতে হলে আরো ৫৫ মিটার খোঁড়া দরকার ছিল।