পুলিশি অভিযানে ২ ছিনতাইকারী ও ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোস্তফা কামাল পাশা এর নেতৃত্বে ১নং পুলিশ ফাঁড়ীর টিএসআই/মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া কুখ্যাত ছিনতাইকারী ১। মোঃ শাহীন মিয়া (২২), পিতা-তোতা মিয়া, সাং-কুড়িঘর, ২। মোঃ আনোয়ার হোসেন রাজা (১৮), পিতা-আঃ হাকিম স্বাধীন, সাং-বিদ্যাকুট (শিবপুর), উভয় থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে অত্র থানাধীন রেলস্টেশন এলাকা হইতে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। এছাড়াও আরেকটি অভিযানে পরিচালনা করিয়া অত্র থানাধীন কাউতলী ব্রীজের দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ১। আফিয়া বেগম (৪৫), স্বামী-আলী মিয়া, সাং-ভাদুঘর টিএন্ডটি পাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ৪০০ গ্রাম গাঁজাসহ ধৃত করা হয়। এই সংক্রান্তে অত্র থানায় নিয়মিত মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। তদপুরি অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষার্থে পুলিশি অভিযান অব্যাহত আছে।