১৭ অক্টোবর ঢাকা আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল
ক্রীড়া প্রতিবেদক : তিন টেস্ট ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৭ তারিখ ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। এই সিরিজটিকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প শুরু হবে আগামী ১৪ অক্টোবর।
এর আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটি টেস্টের জন্য দল ঘোষণা করবে বলে জানা গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজটি চলতি বছরে বাংলাদেশের জন্য শেষ সিরিজ।
আগামী ২৫ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। এর আগে ২০ অক্টোবর সফরকারিরা একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে।