বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সামাজিক যোগাযোগের জনমিতি বদলাচ্ছে

28fd38abed67ec44b3008037f7be5b13-Socialসামাজিক যোগাযোগের জনমিতি পরিবর্তিত হচ্ছে। পুরোনো মাধ্যমগুলো পরিপক্ব হয়ে উঠছে। আর নতুন মাধ্যমগুলো ব্যাপকভাবে তরুণ ব্যবহারকারীদের আকৃষ্ট করছে।



বিজনেস ইনসাইডার (বিআই) ইনটেলিজেন্সের এক নতুন প্রতিবেদনে সামাজিক যোগাযোগের জনমিতির এই চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, ২০১৩ সালে পরিচালিত এক জরিপের ফল অনুসারে যুক্তরাষ্ট্রে পুরুষদের চেয়ে নারীরা বেশি ফেসবুক ব্যবহার করেন।

সামাজিক নেটওয়ার্কিংয়ের অন্য যেকোনো সাইটের মধ্যে মার্কিন কিশোরেরা ফেসবুকই বেশি ব্যবহার করে। ফেসবুক ব্যবহারকারী প্রায় অর্ধেক কিশোর জানিয়েছে, আগের বছরের তুলনায় তারা এই সাইট বেশি ব্যবহার করছে।

আভিজাত্যের দিক দিয়ে ফেসবুক ও টুইটারের চেয়ে মার্কিন তরুণদের মধ্যে ইনসটাগ্রামের ব্যবহার বেশি। তারা একে একটি ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ সামাজিক নেটওয়ার্কিং সাইট হিসেবে বর্ণনা করছে। এ ক্ষেত্রে আবেদন হারিয়েছে ফেসবুক ও টুইটার। এক জরিপে দেখা গেছে, মার্কিন ধনী পরিবারগুলোর ৮৩ শতাংশ কিশোরের ইনসটাগ্রাম আছে।

মার্কিন প্রাপ্তবয়স্কদের মধ্যে টুইটারে চেয়ে লিংকডইন বেশি জনপ্রিয়।

এ জাতীয় আরও খবর