শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কসবায় দেবরের স্ত্রীর হাতে গৃহবধূ খুন

image_24310নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিকারপুর গ্রামে দায়ের কোপে ফায়েজা বেগম (৪৫) নামে এক 
গৃহবধূ খুনহয়েছেন। তুচ্ছ ঘটনায় ফায়েজা ও তাঁর দেবরের স্ত্রী বানু বেগমের মাঝে বাকবিতণ্ডার এক 
পর্যায়ে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসীজানায়,কসবারশিকারপুরেরবাবুলমিয়ারস্ত্রীফায়েজাকে তার দেবর আলী মিয়ার স্ত্রী 
বানু বেগম দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পারিবারিক কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বিতর্ক হয়। এক 
পর্যায়ে বানু বেগম দা দিয়ে ফায়েজা বেগমকে কোপ দেন। গুরুতর অবস্থায় ফায়েজাকে ব্রাহ্মণবাড়িয়া 
সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।
কসবা থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় বানু বেগমকে আটক করা হয়েছে। মামলায় 
তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে হাজির করা হয়েছে।

এ জাতীয় আরও খবর