আশুগঞ্জে ৩ শতাধিক লোকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারন ও চিকিৎসা ক্যাম্প অনুষ্টিত
নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারন, ডাক্তারী পরীক্ষা ও ডায়বেটিকস পরীক্ষা ক্যাম্প-২০১৪ আড়াইসিধা কামিল মাদ্রাসা সংলগ্ন বালুর মাঠে অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের শুভ উদ্ভোধন করেন আশুগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো শফিকুল ইসলাম। এই ক্যাম্পে প্রায় ৩ শতাধিক লোকের রক্তের গ্রুপ, ১শতাধিক ডায়বেটিকস রোগী ও ২শতাধিক গরীব রোগীকে ফ্রি চিকিৎসা দেয়া হয়েছে।
আজ বুধবার সকাল থেকে সন্ধা পর্যন্ত আড়াইসিধা ব্লাড ডোনার এসোসিয়েশনের আয়োজনে, আড়াইসধা নবীন যুব সমবায় সংঘ এর সহযোগিতায় ও আল মামুন এর পরিচালনায় এই ক্যাম্প অনুষ্টিত হয়। অনুষ্টানে সকাল থেকে রোগী দেখেন ডা. মোহাম্মদ সুমন খন্দকার, ডা. মোহাম্মদ সানাউল্লাহ ও ডা. মো. মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্টান পরিদর্শন করেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মঈনুদ্দিন মঈন, কেন্দ্রীয় ছাত্র লীগের কার্যকরী কমিটির সদস্য মো. শাহ্ আলম, কেন্দ্রীয় ইসলামী যুবসেনার সদস্য মো. সাইদুর রহমান, আশুগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম। শেষে বিশেষ অতিথিরা একাধিকবার স্বেচ্ছায় রক্তদানকারী ২০ জনকে বিভিন্ন উপহার প্রদান করেন।