বিজয়নগরে চুরি হয়ে যাওয়া ১২ টি গরু উদ্বার .
বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মাশাউরা গ্রাম থেকে গতকাল ১২টি গরু উদ্বার করা হয়েছে .
উপজেলার খিরাতলা গ্রাম থেকে গরু চুরির ঘটনার জের ধরে শিঙ্গারবিল ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেনের সহযোগিতায় নৌকা নিয়ে চোরদেরকে তারা করে মাশাউরা গ্রামে গিয়ে ধরতে সক্ষম হয়। তাদের গরুর সাথে চুরি হয়ে যাওয়া আরো ১২ টি গরু উদ্বার করা হয়েছে।