৬ পেশাদার জুয়ারী গ্রেফতার
জেলা প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসআই/মোঃ বশির আহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ ০১/১০/১৪ইং তারিখ ভাদুঘর উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া জুয়া খেলা অবস্থায় হাতে নাতে পেশাদার জুয়ারী ১। কুদ্দুস মিয়া, পিতা-মধু মিয়া ২। আল আমিন, পিতা-হোসেন মিয়া, ৩। মামুন মিয়া, পিতা-ফুল মিয়া, ৪। লাভলু মিযা, পিতা-রশিদ মিয়া, ৫। জামির হোসেন, পিতা-মজিবুল হক, ৬। ইদু মিয়া, পিতা-জারু মিয়া, সর্বসাং-ভাদুঘর উত্তরপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণবাড়িয়া সদর (ইউএনও) জনাব ড. আশরাফুল আলম সাহেবের নিকট উপস্থাপন করিলে তিঁনি জুয়ারী কুদ্দুস মিয়াকে ১৫ (পনের) দিন সাজা এবং অন্যান্য জুয়ারীদেরকে ০৫ (পাঁচ) দিন করে সাজা প্রদান করেন। তদুপরী অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশী অভিযান অব্যাহত আছে।