ঈদ ও পূজাকে সামনে রেখে যানবাহনে সতর্ক হোন- জমসেদ
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা, জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি জসিম উদ্দিন জমসেদ এক বিবৃতিতে জেলার পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে বলেছেন, পবিত্র ঈদ ও পূজাকে সামনে রেখে যানবাহন চলাচলে অধিক সতর্ক হওয়া প্রয়োজন। ট্রাফিক আইন মেনে চলুন, ওভার টেকিং করবেন না। গাড়ি চালানো অবস্থায় অতিকথা, ধূমপান করা, মোবাইল ফোন ব্যবহার করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন। তিনি বলেন, যাত্রীসেবার মান বৃদ্ধিতে আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। পাশাপাশি সঠিক ভাড়া পরিশোধ করে নাগরিক দায়িত্ব পালনের জন্যও তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।