বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা বৃদ্ধি রুশনারার

1412006547.মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন জোটের বিমান হামলায় ব্রিটেনের শরিক হওয়ার প্রশ্নে পার্লামেন্টে ২৬ সেপ্টেম্বর বিতর্ক ও ভোটাভুটি হয়। পার্লামেন্টের বাংলাদেশী বংশোদ্ভূত এমপি, ফ্রন্ট বেঞ্চার ও লেবার দলের ছায়া শিক্ষামন্ত্রী রুশনারা আলী এ বিতর্কে অংশ নিয়ে বিপক্ষে অবস্থান নেন। অবশ্য ভোটাভুটিতে তিনি বিরত ছিলেন। পরে ছায়া মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেন। এ ঘটনা ব্রিটেনে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। রুশনারা আলী কেন পদত্যাগ করেছেন সে বিষয়ে বক্তব্য দিয়েছেন রুশনারা নিজেই। এছাড়া পদত্যাগের আগে বিতর্কে অংশ নিয়ে তিনি বলেন, আইএস একটি বিতর্কিত সংগঠন। তবে আইএসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আগে আমাদের অতীতের ইরাক যুদ্ধের অংশগ্রহণ থেকে শিক্ষা নিতে হবে।

রুশনারা আলী ব্রিটেনের বেথনাল গ্রিন বো আসন থেকে নির্বাচিত এমপি। এই এলাকায় একনাগাড়ে দীর্ঘ ৪০ বছর সংসদ সদস্য ছিলেন লেবার দলের পিটার শো। তিনি বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন এবং যুদ্ধবিরোধী একজন নেতা। বেথনাল গিন বো’র আসন মূলত বাঙালি ভোটার-অধ্যুষিত এলাকা। রুশনারা আলীর আগে লেবার ও কনজারভেটিভ- কোনো দলই এ আসনে বাঙালি প্রার্থী মনোনয়ন দেয়নি। পিটার শোর পরে লেবার দল মনোনয়ন দেয় ওনা কিংকে। তিনিও বাংলাদেশীদের ভোটে নির্বাচিত হন। ইরাক যুদ্ধের সময় টনি ব্লেয়ারকে সমর্থন দিলেও তার আসনের ভোটাররা এর বিরুদ্ধে ছিলেন। সাধারণত ব্রিটেনে কোনো আসনের এমপি তার নির্বাচনী এলাকার ভোটারদের মনোভাবের বিরুদ্ধে যান না। এ দেশের পার্লামেন্টের ইতিহাস তাই বলে। ওনা কিং ইরাক যুদ্ধে টনি ব্লেয়ারকে সমর্থন করায় পরবর্তী নির্বাচনে পরাজিত হন। বাঙালি ভোটারদের ভোটে এই আসন থেকে অখ্যাত জর্জ গ্যালওয়ে বিপুল ভোটে জয়ী হন। রুশনারা আলী সেটা জানেন। সম্ভবত তা থেকে তিনিও শিক্ষা নিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য ও ফরেন সেক্রেটারি ছিলেন রবিন কুক। তিনি লেবার দলেরও একজন জনপ্রিয় নেতা ছিলেন। যুদ্ধবিরোধী হিসেবে দেশে ও বিদেশে তার ব্যাপক সুনাম ছিল। টনি ব্লেয়ার ইরাক যুদ্ধে জড়িয়ে পড়ার পর যুদ্ধের ভয়াবহতা দেখে রবিন কুক প্রতিবাদে পদত্যাগ করেছিলেন। তার পদত্যাগ ছিল নীতিগত এক সিদ্ধান্ত। সে সময় লেবার দলের আরও কয়েকজন যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করেছিলেন। তারা নীতির প্রশ্নে আপস করেননি। তাদের সেই সিদ্ধান্ত ব্যাপক প্রশংসিত হয়। লেবার দল নীতিগতভাবে পক্ষে অবস্থান নিলেও রুশনারা আলী রবিন কুকের মতো আপস করেননি। এদিকে ২০১৫ সালের মে মাসে ব্রিটেনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। লেবার দল বেথনাল গ্রিন বো আসন থেকে রুশনারা আলীকে আবার মনোনয়ন দিয়েছে। ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, সিরিয়া ইস্যুতে এই আসনের ভোটারদের মধ্যে রয়েছে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া। রুশনারা আলী যদি কোনো কারণে এড মিলিব্যান্ডের মতো ডেভিড ক্যামেরনকে সমর্থন দিতেন,া তাহলে তার আসনের ভোটারদের মনে দাগ লাগতো সন্দেহ নাই। জনমত জরিপেও সেটা উঠে এসেছে। লেবার দলের সিদ্ধান্ত অনুযায়ী মিলিব্যান্ড প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে যুদ্ধে যেতে সমর্থন দিয়েছেন। অন্যদিকে রুশনারা আলী আইএসবিরোধী অবস্থান যেমন সুস্পষ্টভাবে নিয়েছেন, ঠিক তেমনি তিনি তার আসনের সিংহভাগ ভোটারের মনও জয় করেছেন। ওনা কিংয়ের মতো ভুল তিনি করেননি। সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে লেবার দল বেশ এগিয়ে। লেবার দল আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে রুশনারার বর্তমান ইমেজ দলে তার অবস্থান দৃঢ় করবে। এ ছাড়া মন্ত্রিসভায় তার গুরুত্বপূর্ণ কোনো পদ পাওয়ারও সম্ভাবনা তো থাকছেই। লেবার দল এবং ব্রিটেনের রাজনীতিতে রুশনারা আলী ক্রমশ জনপ্রিয় হচ্ছেন। ভবিষ্যতে তার এই দলের প্রধান হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠছে। অবশ্য এ জন্য তাকে পাড়ি দিতে হবে দীর্ঘপথ।

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি