উৎসব মুখর পরিবেশে নবীনগরে ভোটগ্রহণ
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে ৯টি ওয়ার্ডের ১১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো পৌর এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন দলের ১৫ জন চেয়ারম্যান পদে, সাধারণ কাউন্সিলর পদে ৭৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জনসহ মোট একশ’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় ৩০ হাজার ২৭০ জন ভোটার রয়েছেন।
পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘ ১৫ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।