সাতকপালে বাছুর
চাঁদকপালে নয়, এটি সাতকপালে বাছুর।
কপাল সাতটি নয়, একটিই। তবে সেই এক কপালে বড় করে লেখা ইংরেজি 7।
এ ছবিটি পোস্ট করা হয়েছে যুক্তরাষ্ট্রের এক খামারের ফেসবুক পেজে। বাছুরটির জন্ম সেখানেই।
খামারের পরিচালক ক্যারিসা ইটল জানান, তারা এ সাতকপালে বাছুরটির নাম রাখবেন পিটসবার্গ স্টিলার।
কেন?
পিটসবার্গ স্টিলার যুক্তরাষ্ট্রের ফুটবলার। তার জার্সির নাম্বার 7। আর তাদের এ বাছুরটির নাম্বারও 7। সুতরাং ওটার নামও পিটসবার্গ স্টিলার হতেই পারে।
তবে তার নামে বাছুেরর (গরুর) নামকরণে আবার পিটসবার্গ কিছু মনে করবেন না তো?
ক্যারিসা বললেন, আমরা আশা করি এতে পিটসবার্গ কিছু মনে করবেন না। তা ছাড়া এ বাছুরটি জন্ম থেকেই দেখতে আকর্ষণীয়। তিনি বরং এমন মিতা পেয়ে খুশিই হবেন।