মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে দুই গোণ্ঠীর সংঘর্ষে আহত- ৫০, গ্রেপ্তার-১১

attt 12সরাইল প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সরাইলে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক লোক। ঘটনাস্থল থেকে এগার দাঙ্গাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত প্রত্যেককে তিন মাসের জেল দেওয়া হয়েছে। রোববার সকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, টিঘর গ্রামের পশ্চিম পাড়ার ইব্রাহিম মিয়া (৫৫) বেশ কয়েকদিন ধরে কিছু কচুরী ফানা রশি দিয়ে জমা করে রেখেছেন। গত শনিবার কিছু ফানা ছুটে যায়। দক্ষিণ পাড়ার মাহতাব মিয়া (৪০) ছুটে যাওয়া ওই ফানা গুলো নিজের দখলে নিয়ে নেন। মাহতাব মিয়ার কাছে ওই ফানা গুলো চাইতে গেলে ইব্রাহিম মিয়াকে শাসিয়ে দেন তিনি। বিষয়টি মাহতাব গ্রামের মাতব্বরদেরকে জানান। এতে ক্ষুদ্ধ হন মাহতাব। পরে মাহতাবের লোকজন ইব্রাহিমকে মারধর করেন। এ ঘটনার জের ধরে সকালে উভয় গোষ্ঠীর দেড় সহ¯্রাধিক নারী পুরুষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। সংঘর্ষ চলাকালে ২/৩ টি বসত ঘর ভাংচুর করে দাঙ্গাবাজরা। সরাইল থানার এ এস আই ইসমাঈলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ রাউন্ড রাবার বুলেট ও দুই রাউন্ড টিয়ার সেল ছুঁড়ে পরিস্থিতি নিয়স্ত্রনে আনেন। পরে গ্রামে অভিযান চালিয়ে এগার জন দাঙ্গাবাজকে গ্রেপ্তার করে পুলিশ। তিন ঘন্টার রক্তক্ষয়ী সংঘর্ষে নারী পুরুষ ও শিশু সহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের সরাইল হাসপাতাল সহ আশপাশের বেশ কিছু প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত দাঙ্গাবাজ ইয়াছিন মিয়া (২০), উসমান গনি (২২), মনির মিয়া (১৮), জামির মিয়া (১৮), কবির (২৬), কুদ্দুছ মিয়া (২০), তারা মিয়া (৩০), গোলাপ (২০), আমজাদ (৩২), মঞ্জুর আলী (২৮) ও ছায়েদ আলীকে (৪০) ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলী আরশাদ বলেন, বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি শান্ত আছে। দাঙ্গাবাজদের গ্রেপ্তার অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

অধ্যাদেশ জারি: বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল

আজমির শরিফে গিয়ে বিচার চাইলেন অভিনেত্রী শ্রাবন্তী

পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

পরিবহন খাতের মাফিয়া ছিল শাজাহান খান গং

চাঁদা ও দখলবাজি রোধে হিমশিম খাচ্ছে বিএনপি

ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন

সহিংসতায় উত্তপ্ত মণিপুরের বর্তমান অবস্থা সম্পর্কে যা জানা গেলো

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার

হাত ধোয়ার জন্য ফের ২০ কোটি টাকা আবদার!

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির উসকানির অভিযোগে হৃদয় গ্রেফতার

বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল

এইচএসসির ফল কবে জানে না বোর্ড, প্রস্তাবনার অনুমোদনও মেলেনি