আজ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল ইসলামের নবম মৃত্যু বার্ষিকী
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত প্রিবাজন, বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম সদস্য, সাবেক গণপরিষদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রখ্যাত আইনজ্ঞ জননেতা সৈয়দ সিরাজুল ইসলামের আজ ২৯ সেপ্টেম্বর নবম মৃত্যু বার্ষিকী। উক্ত মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর জন্মস্থান সরাইলের কুট্টাপাড়ায় পারিবারিক মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দিঘীর পাড় জামে মসজিদে পবিত্র কোরান খানি ও মিলাদ মাহফিল।
মরহুমের আত্মার প্রতি দোয়া প্রার্থনা করে, মিলাদ মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন প্রয়াত সৈয়দ সিরাজুল ইসলামের ছোট ভাই ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম।