ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইল এলাকার রেললাইনের পাশের ডোবা থেকে এক যুবকের (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।যুবকের পরিচয় এখনো জানা যায়নি। শনিবার দুপুরের দিকে মৃতদেহটি ডোবায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, রেললাইন সংলগ্ন ডোবায় এক যুবকের মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। এরপর মৃতদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।