শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কেউ অ্যালবাম কিনে গান শুনছেন না

1_98779জনপ্রিয় কণ্ঠশিল্পী অাঁখি আলমগীর। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন দুটি গানের মিউজিক ভিডিও। নতুন ভিডিও এবং গান নিয়ে আজকের 'আলাপন' বিভাগে কথা বলেছেন তিনি-

নতুন মিউজিক ভিডিও নিয়ে বলুন।


আমি সবসময় স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত থাকি। 'স্তব্ধতার গান' ও 'শ্যাম পিরীতি'র ভিডিও নির্মাণ করেছি। 'শ্যাম পিরীতি' গানটি রিদমিক। আর 'স্তব্ধতার গান' মেলোডিনির্ভর। মিউজিক ভিডিও দুটি বানিয়েছেন কিরণ মেহেদী।


কেমন সাড়া পাচ্ছেন?


দুটি গানের মধ্যে ভিন্নতা আছে। 'শ্যাম পিরীতি' গানটি স্টেজের জন্য। শ্রোতাদের আনন্দ দিতে এ ধরনের গানটি করা হয়েছে। আর 'স্তব্ধতার গান' নিজের জন্য করেছি। দুটো গানের ভিডিও দেখে সবাই প্রশংসা করেছেন। এমনকি গানগুলো দর্শক বেশ উপভোগ করছেন।


গানের চেয়ে এখন মিউজিক ভিডিও প্রকাশের প্রতিযোগিতা চলছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?


এখন কেউ অ্যালবাম কিনে গান শুনছেন না। মিউজিক ভিডিওর মাধ্যমে দর্শকরা গানটি দেখতে পাচ্ছেন এবং শুনছেন। আমি বিষয়টিকে সমর্থন করি। পৃথিবীর অন্যান্য দেশে মিউজিক ভিডিওর প্রচলন আছে। আমাদের দেশে বাজেটের কারণে অনেক সময় ভালো মানের ভিডিও তৈরি করা যায় না। শুধু মিউজিক ভিডিও নয়, গানের মানের দিকেও সবার দৃষ্টি রাখতে হবে।


কণ্ঠশিল্পী থেকে মডেল হয়েছেন। এ নিয়ে বলুন।


শখের বসেই মডেলিং করি। পরিবার থেকেও অনেক সাপোর্ট পাই। আগে সবাই গান নিয়েই কথা বলতেন। এখন সবাই বিজ্ঞাপনের কথাও বলেন। এ পর্যন্ত আমি চারটি বিজ্ঞাপনে কাজ করেছি। প্রতিটি বিজ্ঞাপনে আমি খুব আনন্দ নিয়ে কাজ করেছি। তবে গানই আমার কাছে সব।


বর্তমান ব্যস্ততা নিয়ে বলুন?


স্টেজ শো নিয়ে ব্যস্ততা আছে। তাছাড়া চলচ্চিত্রে নিয়মিত প্লে-ব্যাক করছি। এখন অনেক ছবি নির্মিত হচ্ছে; কিন্তু ভালো গানের প্রস্তাব পাচ্ছি না। ঈদে এশিয়ান টেলিভিশনে একক লাইভ অনুষ্ঠান করব । পাশাপাশি সেলিব্রেটি শোগুলোতে অংশ নেয়ার কথা চলছে।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা