ভারত-চীন সীমান্ত বিরোধের অবসান হয়েছে : সুষমা
ভারত ও চীনের সৈন্যদের মধ্যে সীমান্ত বিরোধের অবসান হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। নিউইয়র্কে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াংইয়ের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন সুষমা। এর আগে লাদাখের বিতর্কিত সীমান্তে চীন এবং ভারতের সেনাবাহিনী প্রায় দুই সপ্তাহ মুখোমুখি অবস্থান করে। বিতর্কিত এ সীমান্ত থেকে শুক্রবারই সেনাবাহিনী সরিয়ে নেয়ার ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, সীমান্তের এ সঙ্কট নিয়ে সম্প্রতি এক শীর্ষ বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে ভারতীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত খবরে সুষমা স্বরাজ বলেন, ভারত ও চীন আলোচনার মাধ্যমে সীমান্ত সঙ্কট নিরসন করেছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিতর্কিত সীমান্ত থেকে সেনা সরিয়ে নেয়ার সময়সীমা নির্ধারিত হয়েছে বলে জানান সুষমা। ১ সেপ্টেম্বর দুই দেশের সেনাবাহিনী যে অবস্থানে ছিল সেখানেই ফিরে যাবে বলেও জানান তিনি। উল্লেখ্য, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের নয়াদিলি্ল সফরের আগেই গণমুক্তি ফৌজের শত শত সেনা লাদাখের চুমার এলাকার বিতর্কিত ভারতীয় এলাকায় ঢুকে পড়লে এ অচলাবস্থা সৃষ্টি হয়। এর জের ধরে পার্বত্যাঞ্চলীয় লাদাখ সীমান্তে উভয়পক্ষের মধ্যে সীমান্ত বিরোধ দেখা দেয়। লাদাখে ভারত ও চীনের মধ্যে চার হাজার কিলোমিটার (২ হাজার ৫০০ মাইল) সীমান্ত রয়েছে। সীমান্ত এলাকায় উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই ভূখ-গত বিরোধ চলে আসছে। প্রায়ই উভয়পক্ষের মধ্যে ছোটখাটো অনুপ্রবেশের ঘটনা ঘটে। ভারতের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, প্রত্যন্ত চুমার এলাকায় সীমান্তে উভয় পাশে নির্মাণ কাজকে কেন্দ্র করে এ বিরোধ আরও বৃদ্ধি পায়। একপর্যায়ে কৌশলগত পশ্চাদপসরণ করতে বাধ্য হয় সীমান্তে মোতায়েন ভারতীয় সেনারা। নয়াদিলি্লর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে এর আগে প্রচারিত খবরে এ তথ্য দেয়া হয়েছে। এতে বলা হয়, চীনা সেনাদের অব্যাহত আগ্রাসী আচরণে ভারতীয় সীমান্তের ২ কিলোমিটার ভেতরে পিছিয়ে যায় ভারতীয় সেনারা। দ্য ইন্ডিয়ান এঙ্প্রেস