ভাষা সৈনিক আলহাজ্ব আব্দুস সামাদের চেহলাম
মাহবুব খান বাবুল : আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশিষ্ট আইনজীবি, রাজনীতিবিদ, ভাষা সৈনিক আলহাজ্ব এডভোকেট আব্দুস সামাদের(৮৩) কুলখানী। সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের জারুলিয়া হাটি গ্রামে মরহুমের নিজ বাড়িতে কুলখানী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনভর কোরআনখানি, মিল্লাদ মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হবে। ইতিপূর্বে ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকেরপাড় কমিউনিটি ক্লিনিকে মিল্লাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। তিনি গত ১২সেপ্টেম্বর রাত দেড়টায় বার্ধক্যজনিত কারনে ব্রাহ্মণবাড়িয়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি……রাজিউন)। উল্লেখ্য তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়াও তিনি একজন লেখক ও কলামিস্ট ছিলেন। তারঁ লেখা ভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি, আমার দেখা রাজনীতির ৬৫বছর, ক্যাম্পাস থেকে গণভবন, বাংলাদেশের হৃদয়, দেশ হতে দেশান্তরে, টু-ইন-টাওয়ারের অন্তরে, মানবাধিকার ও পুজিঁবাদী গণতন্ত্র ছাড়াও অসংখ্য বই তিনি লিখেছেন।