বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সরাইলে শিক্ষার্থীদের সন্ধ্যা পর্যন্ত আটকিয়ে উদ্ভোধনী অনুষ্ঠান

sarail pic-25.09.14=মাহবুব খান বাবুল : সরাইলে মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীকে সন্ধ্যা পর্যন্ত আটকিয়ে রেখে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান করেছেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সরাইল সদর ইউনিয়নের কুট্রাপাড়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বিদ্যালয় সূত্র জানায়, পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী গতকাল বিকাল ৩টায় ছিল বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্ভোধনী অনুষ্ঠান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। সরকারি পরিপত্র অনুযায়ী বৃহস্পতিবার বিকাল দুইটার পর বিদ্যালয় ছুটি হওয়ার কথা। কিন্তু প্রধান অতিথি আসতে বিলম্ব হওয়ায় শিক্ষার্থীরা যথা সময়ে ছুটি পায়নি। বিকাল ৫টার পর ছেলে মেয়েরা বাড়ি যাওয়ার জন্য ছটফট করতে থাকে। অপরদিকে পেটের ক্ষিধা। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষের বাঁধার কাছে শিক্ষার্থীরা অসহায় হয়ে পড়ে। কিছুক্ষণ পরপর তারা পথের দিকে তাকায়। অবশেষে বিকাল সাড়ে পাঁচটায় প্রধান অতিথি আসেন। হাফ ছেড়ে কিছুটা স্বস্থ্যি ফিরে পায় শিক্ষার্থীরা। পোনে ছয়টায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি এমদাদুল হক এঞ্জা মিয়ার সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। অভিভাবক শুন্য অনুণ্ঠানে তখনও উপস্থিত ছিল তিন শতাধিক শিক্ষার্থী। সামনের চেয়ার গুলো ছিল ফাঁকা। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: খুরশেদ আলম। সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তড়িগড়ি করে শেষ হয় আলোচনা সভা। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, বৃহস্পতিবার আমাদের ছুটি হয় দুইটায়। আজ অনুষ্ঠানের জন্য স্যাররা আমাদের বাড়িতে যেতে দেননি। খুবই কষ্ট হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খুরশেদ আলম শিক্ষার্থীরা সন্ধ্যা পর্যন্ত বিদ্যালয়ে ছিল এর সত্যতা স্বীকার করে এ বিষয়ে বলেন, শিক্ষার্থীদের দুপুরে বাড়িতে খাওয়ার সুযোগ দিয়েছিলাম। প্রধান অতিথি আসতে বিলম্ব হয়েছে।