ঈদকে সামনে রেখে নাসিরনগরে কামারের দোকানে ভিড় বাড়ছে
কোরবানির ঈদ ঘনিয়ে আসছে। এ কারণে কামারের দোকানের কদরও বাড়ছে। পশু জবাইসহ মাংস ও হাড্ডি কাটার জন্য দা, ছুরির প্রয়োজন হয় । তাই লোকজন কামারের দোকানে তাদের দা, ছুরি বানাতে কিংবা তা শান দিতে দারস্থ হচ্ছে ।কামার শিল্পীর তৈরি গ্রাম-বাংলার গৃহস্থালির কাজে ব্যবহৃত দ্রব্যাদি কুড়ার,দা,বটি, কোদাল, কাচিঁ,নিড়ানি,খুন্তি,লাংগলের ফলা ইত্যাদির ব্যাপক চাহিদা থাকলেও বেশীর ভাগ ক্ষেত্রে উৎপাদন খরচ পাচ্ছে না কামাররা। বর্তমানে অত্যাধুনিক সব যন্ত্রপাতি আবিষ্কারের ফলে হাতের তৈরি ওই সব জিনিসপত্র মানুষ বেশী ব্যবহার করছে না। এ কারনেও লোহার ওই উপকরনের প্রতি মানুষের অনীহা দেখা যাচ্ছে। কামার শিল্পে অপরিহর্য অপর উপকরন কয়লার মূল্য বর্তমানে কয়েক গুন বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র কোরবানির ঈদ আসলেই মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়ে এ কাজে। এ উপলক্ষে কামারের দোকানে নতুন ক্রেতার সমাগমে তাদের বাড়তি আয়েরও সুযোগ হয়। এ কারণে তারা এখন বেজায় খুশি। তাই উপজেলার উপজেলার ফান্দাউক, চাতলপাড়, ভলাকুট, হরিণবেড়, নাছিরপুর বাজারের কামারের দোকানগুলোতে এখন ভিড় দিন দিন ভিড় বাড়ছে। এনিয়ে কথা হয় উপজেলার ফান্দাউক বাজারের মাধব কর্মকার (৬০), হরিলাল কর্মকারের সাথে। তারা জানায়, বর্তমানে সময়ে তাদের তৈরি জিনিসপত্রের চাহিদা আগের তুলনায় অনেকাংশে কমে গেছে। তবে ঈদকে সামনে রেখে গত কয়েকদিন ধরে দা ছুরি তৈরি কাজ করে যাচ্ছেন। নতুন দা, ছুরি, বটি ইত্যাদিও ভালো বিক্রি হচ্ছে। পুরুষের পাশাপাশি নারীরাও দোকানে এসে প্রয়োজনীয় দা, ছুরি, বটি কিনে নিচ্ছেন। ব্যবসা অনেক ভালো হচ্ছে বলে তারা জানান।