ব্রাহ্মণবাড়িয়ায় জনসভা মঞ্চে খালেদা
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ দলীয় জোটের জনসভা মঞ্চে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেল পৌনে পাঁচর দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠের জনসভার মঞ্চে আসেন তিনি। জনসভা চলছে, বক্তব্য দিচ্ছেন বিএনপি ও জোটের নেতারা। জনসভা কানায় কানায় ভরে উঠেছে। সবাই অপেক্ষা করছেন খালেদা জিয়ার বক্তব্যের।এর আগে বেলা ২টায় আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভা শুরু হওয়ার পর বিএনপি ও জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
গুম, খুন, সংবাদপত্র ও বিচারবিভাগের স্বাধীনতার ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় আসা নেতাকর্মীদের হাতে রয়েছে বিভিন্ন বাহারি ডিজাইনের ব্যানার ফেস্টুন।
জেলার আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, বিজয়নগর, কসবা, আখাউড়া থেকে দুই শতাধিক বাসে করে যোগ দিয়েছেন নেতাকর্মীরা। অন্যদিকে নবীনগর ও বাঞ্ছারামপুর নদীপথ হওয়ায় সেখান থেকে নৌকা ও লঞ্চ দিয়ে নেতাকর্মীরা এসেছেন।
বিএনপি ও অঙ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি শরিক দলগুলোর নেতাকর্মীরাও জনসভায় এসেছেন। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান মরহুম নেতা মুফতি ফজলুল হক আমিনীর ছবি সম্বলিত ফেস্টুন নিয়ে অনুষ্ঠানস্থলে জড়ো হন ইসলামী ঐক্যজোটের নেতারা।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গুলশানের বাসা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকার সায়েদাবাদ থেকে রূপগঞ্জ পর্যন্ত খালেদা জিয়ার যাত্রাপথে নেত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই ধারে রঙ-বেরঙের ব্যানার ও ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে ছিলেন হাজার হাজার নেতাকর্মী। স্লোগানে স্লোগানে এবং ফুলের পাপড়ি ছিটিয়ে তারা স্বাগত জানিয়েছেন খালেদা জিয়াকে।
যাত্রাবাড়িতে স্থানীয় বিএনপি নেতা নবীউল্লাহ নবী, ডেমরার সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ, রূপগঞ্জে তৈমুর আলম খন্দকার এবং মোহাম্মদ গিয়াসউদ্দিনের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
হাজার হাজার নেতাকর্মী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকার কারণে মহাসড়কের স্থানে স্থানে সৃষ্টি হয়েছে যানজটের। খালেদা জিয়াকে এক নজর দেখতে নেতাকর্মীদের পাশাপাশি মহাসড়ক সংলগ্ন বাড়িঘরগুলোর ছাদ ও রাস্তায় দেখা গেছে উৎসুক মানুষের ভিড়।
মঞ্চে উঠার সময় জনসভায় আগত নেতাকর্মীরা করতালির মাধ্যমে খালেদা জিয়াকে স্বাগত জানান। এসময় তিনিও হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।