বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী সফরসঙ্গী ১৮০ জন : ফখরুল

fakrol১৮০ জনের বিশাল বহর নিয়ে জাতিসংঘ  সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সমালোচনা করেছে বিএনপি।

বর্তমান সরকারকে ‘অবৈধ’ ও ‘অনৈতিক’ আখ্যা দিয়ে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা সরকার রাষ্ট্রীয় কোষাগারের টাকা অপচয় করছে। এটা ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের নিদর্শন। এই সফরের কোনো যৌক্তিকতা নেই। বিএনপি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।”

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার বিকেলে হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ১৮০ জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গেছেন। আমার জানামতে অতীতে এত বেশি লোক নেয়া হয়নি। সফরে নয়জন মন্ত্রী তাদের স্ত্রীসহ গেছেন। প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজনরাও আছে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেয়া সচিবও আছেন। অবৈধ সরকার রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়ে সম্পূর্ণভাবে জাতীয় অপচয় ঘটিয়েছে। আমরা এ-ও মনে করি সরকার অবৈধ ক্ষমতা যথেচ্ছ ব্যবহার করছে, এটা তার নিদর্শন।”

সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদে বিএনপি জোট আবারো কর্মসূচি দিবে কি না? এমন প্রশ্নে ফখরুল বলেন, “ভবিষ্যতে জানাবো। আর মঙ্গলবার ব্রাহ্মনবাড়িয়া ও পরে জামালপুরে জনসভা আছে। এগুলো শেষ হোক।”

জোটের শরিকদের হরতালে মাঠে ছিল কি না? জানতে চাইলে তিনি বলেন, “আমাদের কেন্দ্রীয় নেতাদের জেলাওয়ারী দায়িত্ব দেয়া হয়েছে। তারা সেখানে ছিলেন। আর জোটের শরিকদলের নেতাকর্মীরা সারাদেশে অংশ নিয়েছে।”

এ জাতীয় আরও খবর

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

পদ্মায় গোসলে নেমে ৩ কিশোরের মৃত্যু

মিয়ানমার থেকে ফিরছেন ১৭৩ বাংলাদেশি