জনসভা উপলক্ষে নাসিরনগর বিএনপির প্রস্তুতি ও গণসংযোগ
মোজাম্মেল হক সবুজ : আগামীকাল মঙ্গলবার বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার ব্রাহ্মণবাড়িয়ার জনসভা উপলক্ষে নাসিরনগর উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো জনসভাকে সফল ও স্বার্থক করার লক্ষ্যে তৃর্ণমূল পযার্য়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। ওইদিন সমাবেশে ব্যাপক লোক সমাগম ঘটাতে নাসিরনগর উপজেলা বিএনপি সভায় মিলিত হচ্ছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এমএ হান্নান জানান,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনসভায় যোগদানের লক্ষ্যে নাসিরনগর উপজেলা থেকে নেতাকর্মীরা যাওয়ার জন্য ইতিমধ্যেই ২৫ টি বাস, ৯টি মাইক্রোবাসসহ ব্যানার ফেস্টুন নিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যান সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ একে একরামুজ্জামান সুকনের নের্তৃত্বে নেতাকর্মীরা যোগ দেবে। এ জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। নেতাকর্মীদের মধ্যেও এ কর্মসূর্চী নিয়ে প্রাণ ফিরে এসেছে। তিনি আরও জানান,নাসিরনগর উপজেলা বিএনপি অন্য যে কোন সময়ের চেয়ে এখন অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ।