শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়নগরে নির্বাচনী সহিংসতায় বাবুল নিহত

khon-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে সহিংসতায় বাবুল মিয়া (২৫) নামে এক যুবক গুলিতে নিহত হয়েছেন। রোববার বিকেলে গুলিবিদ্ধ হওয়ার পর সন্ধ্যায় ওই যুবক মারা যান। বাবুল মিয়া চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া গ্রামের আবদুল হেকিমের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা  জানান, চেয়ারম্যান প্রার্থী হামিদুল হক হামদুর সমর্থকরা বিকেল ৩টার দিকে পেটুয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল করে। এসময় অপর চেয়ারম্যান প্রার্থী জাকির হোসাইন শাহআলমের সমর্থকরা বাধা দিলে দু’দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। 

এসময় দু’দলের সমর্থকদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলিতে বাবুল মিয়া আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে  মারা যান বাবুল। ওই সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১৬/১৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ে গুলিবিদ্ধ হয়ে বাবুল মারা গেছে। 

এ জাতীয় আরও খবর