দূর্গা পূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মতিবিনিময় সভা অনুষ্ঠিত।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ব্রাহ্মণবাড়িয়া শারদীয় দূর্গা পূজা উদ্যাপন পরিষদ এবং সদর থানা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোস্তফা কামাল পাশা এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সম্ভাব্য ৬৯ টি পূজা কমিটির সভাপতি ও সেক্রেটারীবৃন্দ। সহকারী পুলিশ সুপার জনাব তাপস রঞ্জন ঘোষ বলেন, পূজা কমিটির সদস্য ও পুলিশ এর সু-সম্পর্ক অব্যাহত রাখা গেলে পূজা মন্ডপের নিরাপত্তা সম্পূর্নভাবে নিশ্চিত করা যাবে এবং দু®কৃতিকারীরা বিশৃঙ্খলা করতে কোন সাহস পাবে না। এছাড়াও অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকার সকল পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য অঙ্গীকার ও সকলের সহযোগীতা কামনা করেন। উপস্থিত অন্যান্য বক্তাগণ পূজার নিরাপত্তা নিশ্চিতের উপর বিশেষ গুরুত্বারোপ করেন।