শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রত্মমেলায় হীরা চোর

71899_diamondহংকয়ের একটি রত্মনমেলায় হীরা চুরির চেষ্টাকালে চলতি সপ্তাহে পাঁচ চোরকে গ্রেফতার করা হয়েছে। হীরাগুলোর মূল্য আট লাখ ৮০ হাজার মার্কিন ডলার।

সোমবার এই গহনা ও রত্মনমেলা শুরু হয়। গ্রেফতারকৃত চোরেরা চীনের একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পত্রিকা সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বুধবার চুরির চেষ্টাকালে সর্বশেষ গ্রেফতারের ঘটনাটি ঘটে। ৪১ বছর বয়সী এক লোক ক্রেতা সেজে সকলের অলক্ষ্যে ৩ লাখ ৮৭ হাজার মার্কিন ডলার মূল্যের ৫ ক্যারেটের একটি হীরা চুরি করে।
দোকানের এক কর্মীর সন্দেহ হলে সে তাকে চ্যালেঞ্জ করে। তার দেহ তল্লাশী করে একটি হীরা পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশের এক নারী মুখপাত্র বলেন, ‘গ্রেফতারকৃতদের সকলেই চীনের মূল ভূখণ্ড থেকে এসেছেন। আমরা এখনো জানি না যে তাদের সকলের মধ্যে কোনো যোগাযোগ রয়েছে কিনা।’

পুলিশের অপর এক মুখপাত্র সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, গ্রেফতারকৃতরা সকলেই একই অপরাধ চক্রের সদস্য কিনা তা আমরা খতিয়ে দেখছি।

তিনি বলেন, ‘হংকংয়ে চুরি করতে আসার আগে এ ধরনের অপরাধ করার জন্য তারা প্রশিক্ষণ নিয়েছে বলে আমাদের ধারণা।’

এ ধরনের চোররা সাধারণত তিন থেকে চারজনের দলে বিভক্ত হয়ে চুরি করে বলে তিনি জানান।
সূত্র : এএফপি।

এ জাতীয় আরও খবর

মেট গালায় ঢুকতে তারকাদের কত কোটি খরচ করতে হয়?

অনন্যার সঙ্গে বিচ্ছেদের পর সারার প্রেমে আদিত্য!

পিটার হাসের জায়গায় ডেভিড মিল, স্বাগত জানাল বাংলাদেশ

বিএনপি ভোটারদের ভয় পায়, তাই নির্বাচনে আসে না : ওবায়দুল কাদের

সাধলেন কাদের, রাজি হননি কেউ

মানিকগঞ্জে আসিম জাওয়াদের জানাজায় হাজারো মানুষ

বাংলাদেশটা আজ কাঁটাতারে ঝুলছে: গয়েশ্বর

সাকিব-মুস্তাফিজে মান রক্ষা বাংলাদেশের

সবার আগে কোপার দল দিল ব্রাজিল

যারা ভাবেন দুর্ঘটনা বন্ধ হয়ে যাবে, তারা আহম্মকের স্বর্গে আছেন : শাজাহান খান

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী