রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গণজাগরণ মঞ্চের তিনগ্রুপে চতুর্মুখী সংঘর্ষ

monchoরাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের পৃথক তিন গ্রুপ ও পুলিশের মধ্যে চতুর্মুখী সংঘর্ষে ইমরান এইচ সরকারসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পুলিশ এবং গণজাগরণ মঞ্চের তিনগ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। এসময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ লাঠিচার্জ করে সবাইকে ছত্রভঙ করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে ইমরান এইচ সরকারের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে গণজাগরণ মঞ্চের অপর অংশ কামাল পাশা গ্রুপের সঙ্গে ইমরান গ্রুপের সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে তা মঞ্চের তিনগ্রুপ ও পুলিশের মধ্যে চতুর্মুখী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ইমরান এইচ সরকার, ইমরানের সমর্থক তানজীদ, মামুন, শিমুল ও রাসেল এবং কামাল পাশা গ্রুপের রেজওয়ান আহত হন। তাদেরকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে।

সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে পুলিশি তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়। তবে ইমরান ও কামাল পাশা গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ইমরানের সহকর্মী আরিফ জেবতিককে অবাঞ্ছিত ঘোষণা করেছে কামাল পাশা গ্রুপ। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদি হাসানকে পিটিয়ে আহত করায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এর আগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তিন ভাগে বিভক্ত হয়ে সমাবেশ করে গণজাগরণ মঞ্চের কর্মীরা।

এ জাতীয় আরও খবর

পেঁয়াজের দাম দ্বিগুণ, সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী

‘ট্রাম্প-শি-মোদি ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, আমাদের করতে হবে’

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

আগামী নির্বাচন দেশের ইতিহাসে সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

শরীরে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি, কী হয়েছে সৃজিতের?

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিয়া থেকে এক হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

কঙ্গোতে নৌকা উল্টে নিহত অন্তত ১৪৮

নিজের বাড়ির সামনেই ভেসে উঠল সেই শিশুর মরদেহ

‘একমত চিহ্নিত করেছি, জাতির আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরি হবে’