পর্দা উঠলো ১৭তম এশিয়ান গেমসের
বহু প্রতিক্ষার পর পর্দা উঠলো এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমসের। ওয়াসিওন স্পোর্টস কমপ্লেক্স মেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবারের ১৭তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানটি।
শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন দক্ষিণ কোরিয়ার ‘গ্যাঙনাম স্টাইল’ তারকা ডিজে সাই। সাই ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন দক্ষিণ কোরিয়ার পপ তারকা জেজ, এক্সো, সিস্টার ও সিএনব্লু।
এবারের এশিয়ান গেমসে অংশ নিচ্ছে এশিয়ার ৪৫টি দেশের প্রায় ৯ হাজার ক্রীড়াবিদ। ৩৬টি ডিসিপ্লিনিতে ৪৩৯টি ইভেন্টে হবে পদকের লড়াই। বাংলাদেশ অংশ নিচ্ছে ১৩টি ডিসিপ্লিনিতে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করবেন শুটার আবদুল্লাহ হেল বাকী।