শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানের সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গোৎসব জাঁক জমক সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন সভায় সভাপতিত্ব করেন। তিনি বলেন,শারদীয় দুর্গোৎসবজাঁকজমক সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। তিনি এব্যাপারে সকলের সহায়তা কামনা করেন। এছাড়া সভায় পুজা মন্ডপ গুলোতে নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহ,শহরেরপ্রধান সড়কের উন্নয়ন,সহ বিভিন্ন সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান,পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন চাকমা,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আল মামুন সরকার,বাঞ্চারামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা.জেলা আনসার এডজুটেন্ট, পিডিবির প্রকৌশলী আশরাফ আহমেদ,পল্লীবিদ্যুতের এজিএম মামুনুর রশীদ ,চেম্বার সভাপতি আজিজুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু,জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক ্প্রণব কুমার দাস উত্তম,হিন্দু বৌদ্ধ খৃষ্টান এক্য পরিষদের সাধারন সম্পাদক অমরেন্দ্র লাল রায়, পৌর কাউন্সিলর আসান উল্লাহ হাসান,সুভাষ সাহা,সুমেশ রঞ্জন রায়,রনদা বিক্রম চৌধুরী, নজরুশারদীয়ল ইসলাম,অজন্ত কুমার ভদ্র,তপন চৌধুরী,প্রদীপ চক্রবর্তী, নিতীশ চন্দ্র রায় প্রমুখ।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ,সাংবাদিক ও হিন্দু সম্প্রদাযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলায় ৪৮২ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পুজা মন্ডপ গুলোর জন্য ২২০ ম্যাট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে