নবীনগরে ভোক্তার অধিকার রক্ষায় র্যালী ও আলোচনা সভা
আবু কামাল খন্দকার : বাংলাদেশ ক্রেতা ও ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন ভেজাল, নকল ও প্রতারণা প্রতিরোধকারী প্রতিষ্ঠন ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার উদ্যোগে শুক্রবার সকালে উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ‘ভোক্তার অধিকার রক্ষায় আমাদের করণীয় শীর্ষক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিগ.আরটি(অব:) ও সাংবাদিক মো: আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু শাহেদ চৌধুরী। বক্তব্য রাখেন, এম,এম, আজিজুল ইসলাম মুসা, রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক লীয়াকত আলী, হুসাইন কবীর, শহিদুল হক, আওয়ামীলীগ নেতা রানা শামীম রতন, বিএনপি নেতা হোসেন আহমেদ, অনুষ্ঠান উদ্যাপন কমিটির সদস্য সচিব আবুল ফয়েজ সরকার, যুগ্ন আহ্বায়ক মাঈন উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন জাফর আহম্মেদ সাদেক।