ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সব থানার মুলতবী সাজা ও গ্রেপ্তারী পরোয়ানা তামিল, তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল ও ছিনতাইকৃত সিএনজিসহ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে সাফল্যের কারণে চট্টগ্রাম রেঞ্জে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ শ্রেষ্ঠত্ব স্থান অধিকার করেছে। সাফল্যের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম গত ১৬ সেপ্টেম্বরে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের ১১টি জেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ অফিসারদের পারফরমেন্স এর স্বীকৃতিস্বরূপ তাদের পুরস্কৃত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) কে ডিআইজি ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন। এর পাশাপাশি জেলার সদর মডেল থানার এসআই ইশতিয়াক আহমেদ, জেলা গোয়েন্দা শাখার এসআই ময়নাল হোসেন, নাসিরনগর থানার এসআই মাইনুল ইসলাম (বর্তমানে নবীনগর থানা) এবং সরাইল থানার এসআই শহীদুল ইসলামকেও পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, ইতিপূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা চট্টগ্রামের রেঞ্জের একাধিকবার শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়।