ডিআরইউ শুটিংয়ে চ্যাম্পিয়ন জাকির ও শাহনাজ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুটিং ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক আজকালের খবরের জাকির হোসাইন এবং মহিলা ইভেন্টে এবিসি রেডিও’র শাহনাজ শারমিন। জাকির হোসাইন ৪১ পয়েন্ট পেয়ে প্রথম, দৈনিক কালবেলার আবু সায়েম ভূঁইয়া ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং দৈনিক আমাদের সময়ের হীরা তালুকদার ৩৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান লাভ করেন। মহিলা ইভেন্টে শাহনাজ শারমিন ১৫ পয়েন্ট পেয়ে প্রথম, আরটিভি’র সুরাইয়া মুন্নী ৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় এবং ৬ পয়েন্ট অর্জন করে তৃতীয় হন আরটিভি’র মুক্তা মাহমুদ। উত্তেজনাপূর্ণ এই প্রতিযোগিতা পরিচালনা করেন বাংলাদেশ শুটিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ওমর কামাল। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন, সাবেক ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম ও একেএম কামরুজ্জামান হিরু।