বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রায় নিয়ে বিশিষ্টজনের প্রতিক্রিয়া

del rayজামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন দেশের বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতারা।একাত্তরে মানবতােিরাধী অপরাধের দায়ে ট্রাইব্যুনাল সাঈদীর বিরুদ্ধে মৃত্যুদ-াদেশ দিলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তা বাতিল করে আমৃত্যু কারাদ-াদেশ দিয়েছেন।এর প্রতিক্রিয়ায় সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মন্তব্য করে বলেন দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদ-াদেশের রায় সবার গ্রহণ করা উচিত। বুধবার সকালে রায়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার শফিক বলেন, ‘দীর্ঘদিন ধরে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানির পর দেশের সর্বোচ্চ আদালত যে রায় ‍দিয়েছেন তা সবার গ্রহণ করা উচিত।’তিনি আরো বলেন, ‘এ রায় নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। দেশের সর্বোচ্চ আদালত উভয়পক্ষের সাক্ষ্য বিবেচনায় নিয়ে এ রায় দিয়েছেন।’

এদিকে এ রায়ের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে গণজাগরণমঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
 দেলোয়ার হোসেন সাঈদীর আইনজীবী খন্দকার মাহবুব আলম বলেছেন, ‘সাঈদী ন্যায় বিচার পাননি। আমরা এ রায় পর্যালোচনা করে রিভিউ আবেদন করবো। আশা করি রিভিউ আবেদনে সাঈদী ন্যায় বিচার পাবেন।’
তিনি আরো বলেন, ‘যাবজ্জীবন রায় ঘোষণা করে আবার আমৃত্যু বলা। এতে আইনের ব্যত্যয় ঘটেছে বলে আমি মনে করি।’
 জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আনোয়ার হোসেন বলেছেন, ‘আশা করেছিলাম ফাঁসির রায় বহাল থাকবে। কিন্তু তা হলো না। বেদনা নিয়ে এ রায় আমাদের মেনে নিতে হচ্ছে। দেশবাসীকেও এ রায় মেনে নিতে হবে।’
বুধবার সকাল সোয়া দশটায় রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
 রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘এ রায় নিয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই। আদালত যা ভালো মনে করেছেন তাই করেছেন। খালাস দিলেই বা কি।’
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নবগঠিত মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, ‘এটা আদালতের বিষয়। আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না।’
 বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘উচ্চ আদালত অনেক চিন্তা-ভাবনা করে এ রায় দিয়েছেন। আমি আদালতের এ রায়কে শ্রদ্ধা জানাই।’
বুধবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৫ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। অন্য ৪ বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
আপিল বিভাগের রায়ে প্রমাণিত হয়েছে সাঈদীর বিরুদ্ধে ৫টি অভিযোগ। এর মধ্যে ৩টিতে (১০, ১৬ ও ১৯ নম্বর) আমৃত্যু, একটিতে (৮ নম্বর) ১২ বছর ও একটি অভিযোগে (৭ নম্বর) ১০ বছর কারাদ-াদেশ দেওয়া হয়েছে সাঈদীকে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ