শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডব্লুটিএ শিরোপা জিতলেন ক্রোয়েশিয়ার মিরজানা লুচিচ

১৬ বছরেরও বেশি সময় পর ডব্লুটিএ শিরোপা জিতলেন ক্রেয়েশিয়ার মিরজানা লুচিচ বারোনি। কিউবিক সিটি টেনিস টুর্নামেন্টের মহিলাদের ফাইনালে বারোনি ৬-৪ ও ৬-৩ গেমে হারিয়েছেন সাবেক নাম্বার ওয়ান যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসকে। টুর্নামেন্টের শুরু থেকেই দৃষ্টিনন্দন খেলা উপহার দিয়ে আসছিলেন শীর্ষ বাছাই ভেনাস ও অবাছাই বারোনি। তাই ফাইনালটি দারুণ জমে উঠার আভাস দিয়েছিলো। কিন্তু সব আভাসকে উড়িয়ে দিয়ে ফাইনালটি একপেশে করে ফেলেন বারোনি। প্রথম সেট থেকেই নিজের আধিপত্য ধরে রাখেন বারোনি। ফলে ৬-৪ গেমে প্রথম সেট জিতে নেন তিনি। এরপর দ্বিতীয় সেটেও ভেনাসের ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকেন বারোনি। ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন ভেনাস। কিন্তু তা আর কাজে আসেনি। ফলে এই সেটটি ৬-৩ গেমে জিতে ম্যাচ জয়ের স্বাদ পান বারোনি। সেই সাথে দীর্ঘ ১৬ বছর ৪ মাস পর ডব্লুটিএ’র কোন শিরোপা জয়ের কৃতিত্ব দেখালেন ৩২ বছর বয়সী বারোনি। ক্যারিয়ারে এর আগে মাত্র দু’বার শিরোপা জিতেছিলেন এই টেনিস তারকা। সর্বশেষ ১৯৯৮ সালে ক্রোয়েশিয়ান ওপেনের শিরোপা জয় করেছিলেন বারোনি। দীর্ঘদিন পর শিরোপার ছোঁয়া পেয়ে বেশ উচ্ছ্বসিত বারোনি বলেন, ‘দীর্ঘসময় পর আবারো কোন টুর্নামেন্টের শিরোপা ছোঁয়ার সুযোগ পেলাম। এটি সত্যিই অবিশ্বাস্য। শিরোপা জয়ের জন্য কোর্টে নেমেছিলাম। অবশেষে স্বপ্ন পূরণ হলো। খু্‌বই ভালো লাগছে। সময়টা আসলেই উপভোগ করার মত।’ এবারও আরো একটি টুর্নামেন্টে ব্যর্থ হলেন উইলিয়ামস পরিবারের বড় মেয়ে ভেনাস। শিরোপা জিততে না পারার কষ্টটা বেশ ভালোই বুঝতে পারছেন তিনি, ‘হতাশ হবার মতই অবস্থা। এত কাছে গিয়েও শিরোপা জয় সম্ভব হলো না। প্রতিপক্ষ খুবই ভালো খেলেছে। আমিও ভালো খেলেছি। তবে আমার চাইতে বারোনি বেশি ভালো খেলেছে।

এ জাতীয় আরও খবর