কসবায় ‘অপহৃত’ যুবক পুলিশের হাতে আটক
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের হাতে আটক হয়েছে মো. আমির হোসেন (২২) নামে এক ‘অপহৃত’ যুবক। রবিবার সকালে কসবা রেলওয়ে স্টেশন এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। ১৬৪ ধারা জবানবন্দি দেওয়ার জন্য পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।
আটক আমির হোসেন উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামের মজিবুল হকের ছেলে। আটকের পর পুলিশকে তিনি জানিয়েছেন, অপহরনের কোনো ঘটনা নয় মনের ক্ষোভে তিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন। মাকে দেখতে তিনি বাড়ি আসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আমির হোসেন অপহরন হয়েছে উল্লেখ করে গত ২২ জানুয়ারি তা মা আমেনা খাতুন বাদী হয়ে কসবা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মোহন মিয়া, সামছু মিয়া, জহির মিয়া, রফিক মিয়া ও মোমেনা বেগম নামে চারজনকে আসামী করা হয়।
কসবা থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. আশরাফ কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমির হোসেনকে আটক করা হয়। আটকের পর সে জানায়, পছন্দের মেয়েকে বিয়ে না করতে পারার অভিমানে তিনি বাড়ি থেকে চলে যান। বর্তমানে তিনি পার্বত্য অঞ্চলে বসবাস করেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি বাড়ি এসেছিলেন।