মালিবাগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে
টানা তৃতীয় দিনের মতো রাজধানীর রেললাইনের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশ।
ঢাকা রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, মালিবাগ রেলগেট থেকে রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চলবে দুপুর পর্যন্ত।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজার সংলগ্ন রেলক্রসিংয়ে রেল দুর্ঘটনায় চারজন নিহত হয়। গুরুতর আহত হয় আরও পাঁচজন।
এ ঘটনার পরের দিন শুক্রবার কারওয়ান বাজার সংলগ্ন রেললাইনের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।
শনিবার উচ্ছেদ অভিযান চালানো হয় মালিবাগ ও খিলগাঁও এলাকায়।