শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি-আটক ১২

Dhaka uni logoডেস্ক রির্পোট : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক পুলিশ কর্মকর্তার ছেলেসহ ১২ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ  জানিয়েছেন, ভর্তি পরীক্ষা চলাকালে কলা ভবনের ৩১১৭ নাম্বার কক্ষ থেকে একজন, বিজ্ঞান ভবন থেকে তিনজন, ইডেন কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে একজন, ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে তিনজন, নীলক্ষেত হাইস্কুল থেকে একজন, মতিঝিল আইডিয়াল স্কুল থেকে একজন, নটরডেম কলেজ থেকে একজন এবং অগ্রণী স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে একজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
 
এর আগে শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলে। পরীক্ষা শুরু হওয়ার আগেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটে।  বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরে মোট ৭৬টি কেন্দ্রে ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৬৪০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৪৪২ জন।

এ জাতীয় আরও খবর