আখাউড়ার অটোরিকশা চালকের লাশ চারদিন পর উদ্ধার
ডেস্ক রির্পোট : নিখোঁজের চারদিন পর শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম অঞ্জন দেবনাথ (৩৫)। তিনি আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের সুবল দেবনাথের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চারদিন আগে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন অঞ্জন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে এক স্বজন এসে অঞ্জনের লাশ শনাক্ত করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে এটি হত্যা। নিহতের শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে।