আখাউড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহপীর কল্লা শহীদ মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে ৪০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে খরমপুর শাহপীর কল্লা শহীদ মাজার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌরশহরের খরমপুর গ্রামের কৃতি শিক্ষার্থীদের হাতে সন্মানসূচক ক্রেস্ট ও নগদ টাকা তুলে দেন মাজার পরিচালনা কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মোশারফ হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-আখাউড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব, উপজেলা নাগরিক অধিকার আদায় ও বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক এসএম শাহজাদা খাদেম, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক খালেনেওয়াজ খান খাদেম, সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান খান খাদেন, মুক্তিযোদ্ধা রফিকুল হক খাদেম কানু ও কৃতি শিক্ষার্থী খায়রুল ইসলাম সোহাগ।
সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাজার পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক কাজী হান্নান খাদেম।