ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ডেস্ক রির্পোট : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, বৃহস্পতিবার রাত ৯টায় দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতা এলাকায় মোটরসাইকেল চাপায় আবু শামা (৫০) নামের এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে একই সময়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা শ্মশানঘাট এলাকায় ট্রাক চাপায় পিয়াস (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী।
ওসি জানান, নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।