শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

রিয়াজ উদ্দিন জামির মাতা ফাতেমা বেগমের ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

br janaja 11-9-14প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়ার মরহুম প্রফেসর আবদুস সাহিদের সহধর্মিনী ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক চ্যানেল টুয়েন্টিফোর , দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিনিধি রিয়াজ উদ্দিন জামি,৭১ টিভির প্রতিনিধি জালাল উদ্দিন রুমি ও এন টিভির স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপুর মাতা মোসাম্মৎ ফাতেমা বেগম (৭০) গত ১০ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে——রাজিউন)। মৃত্যু কালে তিনি ৩ পুত্র ও ৫ কন্যা সহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাদ জোহর মরহুমার নামাজে জানাজা ব্রাহ্মণবাড়িয়ার টেংকের পাড় ময়দানে অনুষ্ঠিত হয়, পরে শেরপুর গোরস্তানে দাফন করা হয়েছে। নামাজে জানাজায় মরহুমার পুত্রদ্বয় জালালউদ্দিন রুমি ও রিয়াজউদ্দিন জামি সকলের কাছে তাদের মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া কামনা করেন। জানাজায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পি,পি,এম(বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, জেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক খোকন, রেডক্রিসেন্ট এর সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহিদ খান লাভলু, বিএনপি নেতা জিল্লুর রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সাধারণ সম্পাদক খ.আ.ম রশিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিকদের মধ্যে দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক আলহাজ্ব নূরুল হোসেন, দৈনিক সমতটবার্তার সম্পাদক মনজুরুল আলম, প্রেস ক্লাবের সহ সভাপতি আল আল আমীন শাহীন, সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, প্রেস ক্লাবের কার্যকরী কমিটি সহ ক্লাবের সদস্য বৃন্দ, জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের শ্রেনী পেশার মানুষ, আত্মীয় স্বজন শুভাকাঙ্খী সহ বিপুল সংখ্যক মুসুল্লীরা অংশ গ্রহণ করেন। এদিকে রত্মগর্ভা এ মায়ের মৃত্যুর খবর পেয়ে বুধবার রাত থেকে আত্মীয় স্বজন গুণগ্রাহীরা মরহুমার কালাইশ্রীপাড়াস্থ বাসভবন যান। গভীর রাতে মরহুমার লাশ ঢাকা থেকে আনা হয়। সকালে তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কালাইশ্রাপাড়াস্থ বাসভবনে আসেন। রত্মগর্ভা মাতা ফাতেমা বেগমের মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মহল পৃথক পৃথক বিবৃতিতে গবীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন।  

 

এ জাতীয় আরও খবর