নবীনগরে জেলের মর্মান্তিক মৃত্যু
আবু কামাল খন্দকার : উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের মৃত আবতাব উদ্দিনের ছেলে তোতা মিয়া (৫০) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে।
জানা যায়, প্রতিদিনের মত গতকাল বৃহষ্পতিবার সকালে তোতা মিয়া তিতাস নদী থেকে মাছ ধরে বিক্রির উদ্দেশ্যে নৌকাযোগে নবীনগর বাজারে আসছিলেন। হঠাৎ তার পড়নে থাকা লুঙ্গি নৌকার ইঞ্জিনের সাথে প্যাঁচিয়ে পড়লে সে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।