শুক্রবার, ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আজমলের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে না পাকিস্তান

1410367099.ক্রীড়া ডেস্ক : মুহূর্তেই সিদ্ধান্ত পরিবর্তন। নিজের কথা থেকে সরে এলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান শাহারিয়ার খান। গতকাল লাহোরে বলেছিলেন, সাঈদ আজমলের নিষেধাজ্ঞার ব্যাপারে আপিল করবে বোর্ড। অথচ গতকাল আপিল না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন চেয়ারম্যান। উল্লেখ্য, অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে গত মঙ্গলবার নিষিদ্ধ হয়েছেন পাকিস্তান স্পিনার আজমল।

গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে অবৈধভাবে বোলিং করার দায়ে নিষিদ্ধ করা হয় আজমলকে। আইসিসি এ নিষেধাজ্ঞা আরোপ করে। আইসিসির নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাঁকানোর কারণে আজমলকে নিষিদ্ধ করা হয়। তবে আইসিসির নিষেধাজ্ঞার পরও নিজের ওপর আত্মবিশ্বাসী আজমল। আগামী ২০১৫ বিশ্বকাপ খেলতে চান তিনি।