মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চন্দ্রিমা আবাসিক হোটেলে ব্যবসায়ীর লাশ

chandrima_798009306প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের স্টেশন রোডের চন্দ্রিমা আবাসিক হোটেল থেকে পীযূষ সাহা (৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত ব্যবসায়ী কসবা উপজেলার কুটি গ্রামের মৃত মাখন লাল সাহার ছেলে ও কুটি বাজারের দয়াল তেল মিলের মালিক।ব্রাহ্মণবাড়িয়া সদর থানার শহর উপপরিদর্শক (টিএসআই) মাসুদ রানা জানান, বুধবার দুপুরে তিনি ওই হোটেলের তিন তলার ২০৬ নম্বর কক্ষে ওঠেন। সন্ধ্যায় মৃতের শ্যালক সঞ্জয় কুমার রায় তার খোঁজ করতে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে ওই কক্ষের দরজায় কড়া নেড়ে কোন সাড়াশব্দ পাননি। এতে তাদের সন্দেহ হলে থানায় খবর দেওয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ওই কক্ষের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। এ সময় তার কক্ষের টেবিলে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট পাওয়া যায়।

টিএসআই মাসুদ রানা আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।