মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন!

news-image

বড় ধরনের পরিবর্তন আসছে যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ায়। আগামী ১৪ই সেপ্টেম্বর থেকে নতুন পদ্ধতিতে আবেদন গ্রহন ও সাক্ষাৎকারসহ অন্যন্য প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নতুন পদ্ধতিতে যে কেউ অনলাইনে আবেদন করতে পারবেন। সাক্ষাৎকারের সময় ঠিক করতে পারবেন। কল সেন্টারে কল করে সমস্যা আবেদন সংক্রান্ত যে কোন সমস্যা নিয়ে কথা বলতে পারবেন।

10636287_923938007636239_3454416316622049153_nআবেদন প্রক্রিয়ার শেষ ধাপে পাসপোর্ট ফেরত নিতে ঢাকার পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম সেন্টারেও সেবা নেয়া যাবে। একই সঙ্গে এইচএসবিসি’র যে কোন শাখায় ভিসা ফি জমা দেয়া যাবে। ঢাকায় সফরতরত মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক ভারপ্রাপ্ত সহকারি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশেল বন্ড আজ এসব তথ্য জানিয়েছেন।

রাজধানীর আমেরিকান সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, নতুন পদ্ধতি চালু হলে আবদনকারীদের অনেক সুবিধা বাড়বে। ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন আসলেও ফিতে কোন পরিবর্তন আসছে না বলে তিনি জানান।