ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ডাকাত আটক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রাজঘর গ্রাম থেকে চিহ্নিত ডাকাত কাদের মিয়া (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ডাকাতের কাছ থেকে চারটি রাম দা, একটি তালা কাটার মেশিন ও নগদ পাচ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার দিনগত রাত অনুমান দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ জানান, গ্রেপ্তার কাদের এলাকার দুর্ধষ ডাকাত। তার বিরুদ্ধে থানায় ডাকাতির অভিযোগে সাতটি মামলা রয়েছে। তার নেতৃত্বে গত গত ২৬ জুলাই ঈদের তিন দিন আগে অষ্টগ্রামের এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংটিত হয়। ওই ঘটনায় সদর থানায় মামলা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজঘর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।











